পটুয়াখালীতে দৃষ্টি প্রতিবন্ধীদের মানবিক সহায়তায় জেলা পুলিশ

পটুয়াখালীতে দৃষ্টি প্রতিবন্ধীদের মানবিক সহায়তায় জেলা পুলিশ
রিপন,পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সর্বতোভাবে পরিস্থিতি মোকাবেলায় কাজ করে যাচ্ছে জেলার পুলিশ প্রশাসন। করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, লকডাউন কার্যকরকরণ, নিয়মিত বাজার মনিটরিং, কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ, মোবাইল কোর্ট পরিচালনা, ত্রাণ কার্যে নিরাপত্তা, সর্বস্তরের জনসাধারণকে সচেতন করতে মাইকিং, লিফলেট বিতরণ সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জেলা পুলিশ উদাত্তভাবে নিজেদের বেতনের অর্থ দিয়ে আর্ত মানবতার সেবায় তথা এই ভাইরাসের প্রভাবে অসহায় হয়ে পড়া,পিছিয়ে পড়া,বেকার হয়ে পড়া জনগোষ্ঠীকে মানবিক সহায়তা প্রদানে সাধ্যমত চেষ্টা করে চলেছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০ ইং,পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান দুপুর ১২ টায় পটুয়াখালী পৌরসভাধীন পুরাতন আদালত মাঠ চত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে ৬০ জন দৃষ্টি প্রতিবন্ধীকে (যারা সত্যিকার ভাবে স্বাভাবিক সময়েও কাজ করতে অক্ষম) মানবিক সহায়তা প্রদান করেছেন। যার মধ্যে ছিল ১০ কেজি চাল, ০৫ কেজি আলু, ০২ কেজি ডাল, ০১ কেজি লবণ, ০১ কেজি পেঁয়াজ ও ০১ লিটার সয়াবিন তেল। এ মানবিক সহায়তা প্রদান কালে পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পটুয়াখালী সমাজের সম্মানিত বিত্তবান লোকদের এ ধরণের কার্যক্রমে বেশি বেশি অংশগ্রহণের জন্য উদাত্তভাবে আহ্বান জানান।